অনলাইন প্রতারণার ফাঁদে অষ্টম শ্রেণীর ছাত্র, খোয়া গেল প্রায় ৮১ হাজার টাকা!

জেএনএফ ওয়েব ডেস্ক:-অনলাইন প্রতারণার ফাঁদে অষ্টম শ্রেণীর ছাত্র, খোয়া গেল প্রায় ৮১ হাজার টাকা। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের।ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া সটলেক পাড়ার। জানা যায় বাবা পেশায় দিনমজুর , মা গৃহকর্মী । একমাত্র ছেলে মাজদিয়া রেল বাজার হাইস্কুলের ছাএ । অভাবের সংসার তবু অনলাইনে ক্লাস করার জন্য ছেলেকে একটা দামী স্মার্ট ফোন কিনে দিতে বাধ্য হয় পরিবার । আর এই ফোনই পথে বসায় পরিবারকে । অভিযোগ ,ছেলের মোবাইলে ফোন আসে গ্যাস অফিস নাম করে। ফোনে বলা হয় গ্যাসের ভর্তুকি টাকা দেওয়া হবে! বলে তাকে প্রলোভন দেখানো হয়। তার পর চাওয়া হয় ব্যাংক একাউন্ট নাম্বার এবং এটিএম নাম্বার। কিছুক্ষণ পর তার ফোনে একটি ওটিপি ঢুকলে ওটিপি নাম্বারটি দেয়া হয়। এরপর প্রলোভন কারীরা জানান তার একাউন্টে টাকা ঢুকবে না আগে তাকে অনলাইনে পেমেন্ট করতে হবে তারপরেই তার একাউন্টে ভর্তুকির টাকা ঢুকবে। প্রলোভনের ফাঁদে পড়ে ছেলেটি তার বাড়ীতে কাওকে না জানিয়ে একটি কম্পিউটার সেন্টারে চলে যায় । সেখান থেকেই ঘটে অঘটন, পরপর বেশ কয়েকবার টাকা টান্সফার করা হয় প্রলোভনকারীর একাউন্টে । মোট ৮১হাজার টাকা ট্রান্সফার করে কম্পিউটার সেন্টারের দোকানদার ।এরপর কম্পিউটারের দোকানদার ছেলেটির কাছ থেকে টাকা চাইলে কান্না শুরু করে ছেলেটি । দোকান দার নাবালক ছেলেটিকে আটকে রাখে । খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। এবং দোকানদারের কাছ থেকে সমস্ত বিষয়টি শোনে এর পর তাদের কাছ থেকে কোর্ট কোর্ট পেপারে টাকা মিটিয়ে দেবার কথা লিখিয়ে নেওয়া হয় । পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরে কৃষ্ণনগর সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয় বলে জানান পরিবারের সদস্যরা । টাকা চুক্তি মোতাবেক দিতে দেরি হওয়াই পরিবারকে হুমকি দেয় কম্পিউটার সেন্টারের মালিক । শেষপর্যন্ত ধার দেনা করে ৭০হাজার টাকা দিয়ে রেহাই পায় পরিবার । স্বভাবতই এই ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন ।তারা চান প্রশাসনের সহযোগিতা যদি তারা টাকা ফিরে পান তাহলে অভাবের সংসার ধারদেনা করা পরিবারটি আবার নতুন করে বাঁচবে ।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago