রবীন-বিমান-হায়দারের স্মরণ অনুষ্ঠানে এসে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্তের অভিযোগ, উদ্বেগ প্রকাশ রবীন্দ্রনাথের

জেএনএফ ওয়েব ডেস্ক :-এক সময়কার সিপিআইএম নেতারাই এখন বিজেপিতে গিয়ে ফের উত্তরবঙ্গকে অশান্ত করার চক্রান্ত করছে। আজ কোচবিহার মা ভবানী চৌপথী এলাকায় দলের জেলা কার্যালয়ে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, ১৯৮৮ সালের ৪ আগস্ট ভেজাল তেল খেয়ে অসুস্থ হয়ে পড়াদের সুচিকিৎসার দাবিতে কোচবিহারে আন্দোলন করতে গিয়ে তৎকালীন পুলিশের গুলিতে নিহত হন রবীন বিমান ও হায়দার। তাঁদের প্রত্যেক বছর শ্রদ্ধা জানানো হয়। ওই সময় যে সিপিএম নেতারা অশান্তির সৃষ্টি করেছিল। তারাই আজ বিজেপিতে গিয়ে বঙ্গভঙ্গের কথা বলে উত্তরবঙ্গকে অশান্ত করতে চাইছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা জুরে আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ বাবু।
এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের শহীদ শ্রদ্ধা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও বিধায়ক জগদীশ বসুনিয়া, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ সহ জেলার বেশ কয়েকজন প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন। ওই শ্রদ্ধা অনুষ্ঠানের পর কোচবিহার শহর লাগোয়া বাবুরহাট এলাকায় শহিদ রবীনের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠানেও যোগ দিতে রবীন্দ্রনাথ বাবুরা যাবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি কোচবিহার সাগরদিঘি চত্বরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ অনুষ্ঠান করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বেশ কয়েকজন নেতা কর্মী। রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, রবীনের বাড়ির শ্রদ্ধা অনুষ্ঠান থেকে ফিরে সাগরদিঘি চত্বরের শ্রদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে যাবেন তাঁরা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago