ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কোচবিহারে

জেএনএফ ওয়েব ডেস্ক :-: ত্রিপুরায় দলের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপড়ে হামলার অভিযোগে কোচবিহারে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। আজ কোচবিহার শহরের বড় পোস্ট অফিসের সামনে সুনীতি রোডের উপড়ে ওই বিক্ষোভ দেখানো হয়। ২০ মিনিটের ওই বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা সায়ন্দীপ গোস্বামী।
তিনি বলেন, “ত্রিপুরায় সেখানকার বিজেপির মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজেপির দুষ্কৃতিরা আমাদের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপড়ে হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে আমরা এদিন এই বিক্ষোভ প্রদর্শন করেছি।”
সম্প্রতি ত্রিপুরায় আই প্যাকের সদস্যদের একটি হোটেলে আটকে রাখার অভিযোগ ওঠে ত্রিপুরার বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে ব্রাত্য বসু মলয় ঘটক ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে একটি দল সেখানে যান। এরপরেই এদিন ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমান বন্দরে নেমে তাঁর কনভয় ত্রিপুশ্বরী মন্দিরে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপড়ে ইট পাথর লাঠি দিয়ে হামলা চালানো হয়। এরপরেই এরাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago