জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বিষ্ণুপদ বর্মণের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল তৃনমূল কংগ্রেস। আজ তার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়, কোচবিহার ২ নং ব্লক তৃণমূল সভাপতি গোপাল কৃষ্ণ দাস, মৃত বিষ্ণুপদ বর্মণের দাদা প্রীয়ব্রত বর্মণ সহ আরও অনেকে। এদিন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের শেষে ৭টি ক্লাবকে ২ টি করে ফুটবল এবং চারা গাছও প্রদান করা হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের শেষে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় জানান, গত বছর আজকের দিনে কোচবিহার জেলা প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ বর্মণ মারা গিয়েছিলেন। তার প্রথম বর্ষ মৃত্যু বার্ষিকীতে আজ শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠান করা হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও আজ এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে কিছু চারা গাছ রোপণ করা হবে, কিছু চারা গাছ বিতরণ করা হবে। আজ দুপুরে কিছু দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হবে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন প্রান্তে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠান চলছে।
প্রসঙ্গত, গত বছর আজকের দিনে কোলকাতায় মৃত্যু হয়েছিল কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুপদ বর্মণের। ১৭ জুলাই কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বিষ্ণু বাবু। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে কোচবিহার থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তত্ত্বাবধানে সড়ক পথে শিলিগুড়ি থেকে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…