জেএনএফ ওয়েব ডেস্ক :- হাসপাতালের মূল গেটের সামনে যানজট ও হাসপাতালের ভিতরে অবৈধ দোকান তৈরি হওয়ায় অসুবিধায় পরতে হয় রোগীর আত্মীয় পরিজন ও অ্যাম্বুলেন্স চালকদের। এই অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক নড়েচড়ে বসেন। এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, ট্রাফিক ওসি শাহ আলী ইমাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মাথাভাঙা মহাকুমার হাসপাতালে পৌঁছান এবং যানজট মুক্ত করতে অবৈধ দোকানে পরিদর্শন করেন। এবং সেখানে থাকা ওই অবৈধ দোকান গুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মূল গেটের সামনে যানজট লক্ষ্য করা যায় প্রতিনিয়তই। এর পাশাপাশি কিছু অবৈধ দোকান তৈরি করে রাখা হয়েছে হাসপাতাল চত্বরের ভেতরে এবং মূল গেটের বাইরে। এই অভিযোগ আসছিল বিভিন্ন মহল থেকে। আর এই সমস্যায় পড়তে হয়েছিল রোগীর পরিজনদের থেকে শুরু করে সাধারণ মানুষসহ অ্যাম্বুলেন্স চালকদের। এই খবর পেয়েই নড়েচড়ে বসে মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক।
এদিন মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, আমাদের কাছে অভিযোগ এসেছে মহকুমা হাসপাতালের সামনে ও ভিতরে তৈরি হওয়া অবৈধ দোকান গুলি নিয়ে। আজ আমরা সেখানে গিয়ে ওই দোকানদারের সাথে কথা বলি এবং যাতে দোকান গুলো দ্রুত সরিয়ে নেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি টোটো চালকদেরও সাবধান করা হয় অযথা হাসপাতাল চত্বরে যানজট যাতে তৈরী না করে। আজকের এই অভিযানে যানজট অনেকটাই কমবে বলে মনে করছি।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…