ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দ পল্লী থেকে ব্রাউন সুগার বিক্রেতা সোনালী বিশাল ওরফে পিঙ্কিকে গ্রেপ্তার করল পুলিশ


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম শহর থেকে ব্রাউন সুগার বিক্রেতা এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মহিলার নাম সোনালী বিশাল ওরফে পিঙ্কি। আটত্রিশ বছরের ওই মহিলার বাড়ি ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দ পল্লী এলাকায়। পুলিশ জানিয়েছে, ওর বাড়ির থেকে ১৯ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার পুলিশ আচমকা হানা দেয় সোনালীর বাড়িতে। আর তখনই ব্রাউন সুগার সমেত তাকে পাকড়াও করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শনিবার ধৃত মহিলাকে ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হয়। পুলিশ ধৃতের বিরুদ্ধে ২১(বি), এনডিপিএস অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছেন। সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,‘ধৃত মহিলার বাড়ি থেকেই ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিশ। এই চক্রের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করার জন্য বিচারক দু’দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।’ ঝাড়গ্রাম শহরের এক প্রবীণ বাসিন্দা বলেন,‘ঝাড়গ্রাম শহরে আগে কোনদিন ব্রাউন সুগার বিক্রি হতে শোনা যায়নি। ইদানিং শুনছি এই চক্র খুবই সক্রিয় ভাবে কাজ করছে। এর ফলে শহরের বেশিরভাগ যুবকরা তাতে আসক্তি হয়ে পড়ছেন। এমনকি কয়েক জনের পরোক্ষভাবে এই চক্রের সঙ্গে জড়িত থাকার ফলে মৃত্যুও হয়েছে। ঝাড়গ্রাম শহরের ফণির মোড়, নৃপেনপল্লী, উত্তরবামদা, নামো জামদা, শক্তিনগর, কাঞ্চনওয়েল মিলের আশেপাশে একাধিক জায়গায় এই চক্র চলছে। শহরের লোকালয় থেকে কিছুটা দূরে খোলা জায়গায় এবং রাতের অন্ধকারে সক্রিয় এই চক্রের কারবারীরা। পুলিশের উচিত তদন্ত করে এই চক্রের মূল পাণ্ডাকে খোঁজা। তাহলেই শহরের মধ্যে এই কারবারীদের ঠেকানো যাবে।’ গতকাল মহিলাকে গ্রেপ্তারের পর থেকেই পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নাগরিকরা।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago