রোগীর অক্সিজেন লাগানোর কর্মী না থাকার অভিযোগ, কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু যুবকের1

জেএনএফ ওয়েব ডেস্ক : এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম মনোজ ওঝা(৩২)। তাঁর বাড়ি কোচবিহার শহরের বিন্দেশ্বর কলোনি এলাকায়। গত রবিবার বিকেলে জ্বর ও শরীর ব্যাথা নিয়ে কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে ভর্তি হয় মনোজ। করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু অক্সিজেন লেবেল কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। অভিযোগ আজ ভোর ৪ টা নাগাদ অক্সিজেন শেষ হয়ে গেলে নতুন সিলিন্ডার লাগানোর কোন কর্মী ছিলেন বলেই মনোজ ওঝার মৃত্যু হয়েছে।
মনোজের এক আত্মীয় রাজদ্বীপ গোস্বামী বলেন, “আমাদের ভিতরে ধুকতে দেওয়া হয় নি। দুজন আয়া মাসি রেখে ছিলাম। তাঁদের কাছ থেকেই জেনেছি। ভোরের দিকে অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর হাসপাতালে সিলিন্ডার ছিল। কিন্তু তা লাগানোর কোন স্বাস্থ্য কর্মী ছিলেন না। কিন্তু সেই স্বাস্থ্য কর্মীকে পাওয়া যায় নি। চিকিৎসকরা ভগবান। অসুস্থ হয়ে মানুষ তাঁদের কাছেই কাছে আসে। কিন্তু এভাবে গাফিলতির জন্য কেউ যদি মারা যায়, সেটা মেনে নেওয়া যায় না।”বিষয়টি মেডিক্যাল কলেজের এমএসভিপিকেও লিখিত ভাবে অভিযোগ জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্য এক আত্মীয় বলেন, “এই ধরনের রোগীর ক্ষেত্রে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে হয়। কেন তা নেওয়া হয় নি। তা নিয়ে দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেছিলাম। তাঁদের দাবি,মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী সংখ্যা কম। একজনকেই গোটা হাসপাতালে পরিষেবা দিতে হয়। আর সেই কারণেই এধরনের সমস্যা হচ্ছে। এব্যাপারে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেকের ক্ষেত্রে এমন সমস্যা হতে পারে।”

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago