বিশেষ চাহিদা সম্পন্ন দুই ছেলেকে নিয়ে রোজগারহীন এক ভ্যানচালক কোনক্রমে দিনযাপন করছেন

জেএনএফ ওয়েব ডেস্ক : বিশেষ চাহিদা সম্পন্ন দুই ছেলেকে নিয়ে রোজগারহীন এক ভ্যানচালক কোনক্রমে দিনযাপন করছেন। এমনই চিত্র ইসলামপুরের বাইপাস সংলগ্ন শিয়ালতোর এলাকায় । দুই ছেলের বয়স যথাক্রমে আঠারো ও কুড়ি বছর । আর মেলেনি কোন ভাতাও। ইসলামপুর ব্লকের শিয়ালতোর গ্রামের বাসিন্দা আশুতোষ বিশ্বাস। তার দুই ছেলে উজ্জ্বল ও উৎপল বিশ্বাস জন্ম থেকেই প্রতিবন্ধকতার চিহ্ন নিয়ে কোন রকমে বেঁচে রয়েছে। ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরার একমাত্র ভরসা ওদের মা দিপালী বিশ্বাস। এই দুই যুবককে রীতি মতন কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তিনি। প্রায় দুই দশক ধরে এভাবেই দিপালী বিশ্বাস কে আগলে রাখতে হয়েছে দুই ছেলেকে ।তার স্বামী আশুতোষ বিশ্বাস পেশায় ভ্যানচালক। ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে কোনরকমে সংসার চলে যেত কিন্তু লকডাউনের জেড়ে প্রায় দেড় বছর বন্ধ ওই আয়। কারণ ভ্যান খারাপ হয়ে পড়ে রয়েছে বাড়িতে। একদিকে ভ্যান মেরামত করার জন্য যতটুকু অর্থ দরকার তা যেমন নেই তার কাছে তেমনি বয়সের ভারে তিনি আগের মতন আর এখন ভ্যান চালাতে পারেন না। দুবেলা ঠিকমত খাবার জুটত না ওদের ।এই খবর শুনে এগিয়ে এসেছে ইসলামপুরে রামকৃষ্ণ আশ্রম। বিগত কয়েক মাস ধরে তারা প্রয়োজনীয় শুকনো খাবার ও রন্ধন সামগ্রী সরবরাহ করছেন পরিবারের সদস্যদের সকলের জন্যই।উচ্চ বিদ্যালযয়ে যাবার উপায় ছিল না দুই ভাইয়ের। তাই প্রাথমিক স্তরের গণ্ডি পেরোতে না পেরোতেই ওদের আর হাই স্কুল যাওয়া হয়ে ওঠেনি । তাই শিক্ষার আলো থেকে শত যোজন দূরে ওদের অবস্থান। তাহলে ওদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর হয়তো কারো জানা নেই। কারণ দুজনের হাত পা এতটাই অসার যে কোন রকম ভাবে কুটির শিল্প তৈরীর মাধ্যমে বেঁচে থাকারও যে একটু সুযোগ ছিল তাও বুঝি বিধাতা কেড়ে নিয়েছে। ওদের জন্য স্থায়ী কোন বন্দোবস্ত করার ক্ষেত্রে প্রশাসন কিংবা কোনো জনপ্রতিনিধি কেউই তেমন ভাবে এগিয়ে আসেননি। কিছু সমাজকর্মীর চেষ্টায় কোনরকম তাদের দুবেলা চলছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago