জেএনএফ ওয়েব ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল নবদ্বীপে।
দুঃস্থ অসহায় মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছে দিয়ে স্বাস্থ্যপরিসেবা পাইয়ে দেওয়ার লক্ষ্যে নদীয়ার নবদ্বীপ হিউম্যানিটি পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের অভ্যন্তরে শুরু হলো টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা।রাত-বিরাতে কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বিরূপ পরিস্থিতির শিকার হতে হয় রোগীর পরিবার পরিজনদের। পাশাপাশি বিপদগ্রস্ত অসুস্থ ব্যক্তির পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ভাড়া দাবী করে থাকেন কতিপয় অসাধু অ্যাম্বুলেন্স ও টোটো চালক। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্ত অসুস্থ ব্যক্তির পরিবারের লোকজনদের।প্রসঙ্গত কিছুদিন আগে পরিচিত এক অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে গিয়ে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয় হিউম্যানিটি পরিবার সংগঠনের কয়েকজন সদস্যকে। এরপরই ভয়াবহ এই করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে রাত্রিকালীন অ্যাম্বুলেন্স টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেয় সংগঠনের সদস্যরা। এরপর তাদের এই মানবিক উদ্যোগের বিষয়টি জানতে পেরে সংগঠনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গোপেশ্বর চৌধুরী নামের এক ব্যক্তি।হিউম্যানিটি পরিবারের উদ্যোগে গোপেশ্বর বাবুর সহযোগিতায় যৌথ উদ্যোগে নবদ্বীপ শহরের বুকে সর্বপ্রথম এই শুরু হয় রাত্রিকালীন বিনামূল্যে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। নতুনত্ব এই টোটো এম্বুলেন্সে রোগীদের সুবিধার্থে থাকছে অক্সিজেন,পিসিই কিট সহ অক্সিমিটার ও পানীয় জলের সুবিধা।আপাতত রাত দশটা টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে সংগঠন সূত্রে। সাধারণ মানুষকে পরিষেবা দিতে সংগঠনের পক্ষ থেকে 8653334382/8016434863 দুটি হেল্প নাম্বার চালু করা হয়েছে। যা রাত দশটা টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই নাম্বারে ফোন করলে সেই স্থানে পৌঁছে যাবে সংগঠনের সদস্যরা। হিউম্যানিটি পরিবারের এই মানবিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি আপামোর নবদ্বীপবাসী।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…