দিনহাটায় সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই চার দুষ্কৃতির

জেএনএফ ওয়েব ডেস্ক : সিভিক পুলিশের পোশাক পড়ে এসে এক ব্যবসায়ীকে মারধোর করে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতিরা। গতকাল সন্ধ্যায় দিনহাটার সাহেবগঞ্জ থানার বুড়িরহাটে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনার জেরে বুড়িরহাট এলাকার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ীরা। ওই ব্যবসায়ীর নাম মোস্তাকিন হাসান। তিনি হাটে হাটে ধান কিনে মহাজনের কাছে বিক্রির ব্যবসা করেন। তাঁর বাড়ি বুড়িরহাট বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে। গতকাল বুড়িরহাটে ধান কেনার জন্য এসেছিলেন মোস্তাকিন। হাট থেকে ফেরার সময় বাজার থেকে কিছুটা পথ হাটতেই একটি বোলেরো গাড়ি নিয়ে এসে চারজন যুবক নামে। তাঁদের প্রত্যেকের পরনে সিভিক ভলান্টিয়ারের মত পোশাক ছিল। গাড়ি থেকেই নেমেই মোস্তাকিনকে গাঁজার ব্যবসায়ী বলে অভিযুক্ত করেন। তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয় ঘড়ি, মোবাইল ও ১ লক্ষ ২০ হাজার টাকা। মোস্তাকিন নিজেকে ধান ব্যবসায়ী বলে জানিয়ে টাকা ও মোবাইল ফেরত চান। তখন ঘড়ি ও মোবাইল ফেরত দিলেও টাকা ফেরত দেয়নি ছিনতাইকারীরা। এনিয়ে মোস্তাকিনের সাথে ধস্তাধস্তি শুরু হয়। তিনি বুঝতে পারেন, এরা আসলে ছিনতাইকারী। কিন্তু মাথায় লোহার রড জাতীয় কিছু দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে বামনহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে মোস্তাকিন সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান।
মোস্তাকিন বলেন, “পুলিশকে টাকা উদ্ধার করে দেওয়ার পাশাপাশি দ্রুত ওই দুষ্কৃতিদের গ্রেপ্তার করার জন্য আবেদন জানালাম। পুলিশ আশ্বাস দিয়েছে। দেখা যাক কি হয়।”

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago