মাথাভাঙায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা, মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক : বিজেপি কর্মীকে মারধর ও বাড়ি লক্ষ্য করে বোমা বাজির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোড়পাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দার পাড় এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে মাথাভাঙা থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির ৯ নম্বর মন্ডলের সভাপতি রাজিব সরকার বলেন, গতকাল সন্ধ্যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এলাকায় ঢুকে প্রথমে আমাদের এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে এবং পরে এক বিজেপি কর্মীকে মারধর করে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল বুঝে গিয়েছে এখানে মানুষ আর তাঁদের সমর্থন করছে না। তাই এসব করে ভয়ভীতি দেখিয়ে তাঁদের দলে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তৃণমূল এসব যত করবে, মানুষ আরও বেশী তাঁদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠবে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা আলিজার রহমান বলেন, তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা বাজি ও মারধোর করার অভিযোগ ভিত্তিহীন। এটা বিজেপির আদি ও নব্য বিজেপির মধ্যে গণ্ডগোল। আমাদের দলের বদনাম করতে এই অভিযোগ আনা হয়েছে।” ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধে পুলিশ প্রশাসন মাথাভাঙ্গায় অনেক বেশী সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ রাজনৈতিক গণ্ডগোলে অভিযুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারপরেও মাঝে মধ্যেই বিভিন্ন এলাকায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির মধ্যে গণ্ডগোলের খবর আসছে। বিজেপির অভিযোগ, পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না বলেই এমন ঘটনা বন্ধ করা যাচ্ছে না। রাজনৈতিক হিংসা বন্ধ করতে হলে পুলিশকে নিরপেক্ষ হতে হবে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago