প্রচারের ফাঁকে নিজের নামে দেওয়াল লিখছেন দাঁতনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক বিক্রম প্রধানের নাম ফের ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতন বিধানসভা কেন্দ্রে তৃনমূলের প্রার্থী হিসেবে বিক্রম প্রধানের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দেন। নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি নিজের নামে দেওয়াল লিখনের কাজ করেন। যা দেখে খুশি এলাকার বাসিন্দারা। দাঁতন কেন্দ্রে দ্বিতীয়বার বিক্রম প্রধানকে তৃণমূল নেত্রী প্রার্থী করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। তিনি বলেন,’দলনেত্রী দ্বিতীয়বার আমার উপর আস্থা রাখায় আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দলনেত্রী আমাকে দাঁতন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন আমি জয়লাভ করেছিলাম। গত পাঁচ বছরে আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। মানুষের সব কাজ করে দিয়েছি সেটা বলবো না। আমি আমার ক্ষমতা অনুযায়ী যা কাজ করার সেই কাজ করেছি। দাঁতন বিধানসভা এলাকার প্রতিটি মানুষের ভালোবাসা আমার সাথে রয়েছে। মানুষের ভালবাসাকে পাথেয় করে আগামী দিনে লড়াই করে যাব। দাঁতনের মানুষ তৃণমূলের পাশে আছে তৃণমূলের পাশে থাকবে।’ তাই হাতে সময় খুব কম থাকার জন্য সময় নষ্ট না করে তিনি প্রার্থী হিসাবে এলাকায় প্রচার এর কাজ জোরকদমে শুরু করে দিয়েছেন। দলীয় কর্মী ও সমর্থকরা তার সমর্থনে প্রচারেও নেমে পড়েছেন। কোথাও বাড়ি বাড়ি প্রচার আর কোথাও চলছে দেওয়াল লিখনের কাজ। তাই বিক্রম প্রধান বলেন,’ আগামী ২৭ শে মার্চ দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁতন বিধানসভা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই আশা রাখি।’

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago