ঝাড়গ্রামের সব্জী বাজারের পাইকারী বিক্রেতাদের ট্যাক্সিস্ট্যাণ্ড অথবা কিষাণমাণ্ডিতে নিয়ে গেলে সকালের সবচেয়ে বেশি ভিড় এড়ানো যাবে। মাছের পাইকারী ব্যবসা লোকাল বোর্ড পুকুরের পাশে যেভাবে করা হচ্ছিল সেখানে করা হলে মাছ বাজারের ভেতরের ভিড়ও এড়ানো যাবে। আর রাস্তার দু’পাশে যে স্থায়ী ফল দোকান গুলি রয়েছে সেগুলি রেখে বাকিদের সব্জী ও মাছ যে সব স্থানে বসানো হবে সেখানে বসালে ভিড় এড়ানো যাবে। খুচরো সব্জী, মাছ ও ফল ব্যবসায়ীরা কিষাণমাণ্ডিতে যেতে চাইছেন না তার প্রধান কারণ সেখানে দোকানের জিনিস পত্র রাখার তেমন কোন জায়গা নেই। যার ফলে বিক্রি না হওয়া মাল কোথায় সুরক্ষিত ভাবে রাখবেন তাঁরা। প্রতি সপ্তাহে একদিন করে সব্জী, মাছ ও ফল মার্কেট বন্ধ রেখে স্যানিটাজেশন করাও জরুরি। পাশাপাশি ঝাড়গ্রাম শহরের সবচেয়ে ঘিঞ্জি এলাকা জুবলি মার্কেট। এর ভেতরে রয়েছে কাপড়, কাঁসা-পিতলের, জুতো, সোনা, দশকর্মা ভাণ্ডার, ভূষিমাল, স্টেশনারী, হার্ডওয়ার, মাটির হাঁড়ি দোকান। প্রতি মঙ্গলবার জুবলি মার্কেট বন্ধ থাকে। তাই ওই দিন প্রতি সপ্তাহে স্যানিটাজেশন করা জরুরি। পাশাপাশি ভিড় এড়াতে দোকান গুলিকে রোটেশন অনুযায়ী তিনদিন করে খোলার ব্যবস্থা করলে বাজারের মধ্যে ভিড় সহজেই এড়ানো যাবে। কারণ মানুষের প্রতিদিন কাপড় বা ভূষিমাল কিনতে হয় না। সপ্তাহে নিদির্ষ্ট দিনে কিনলে তা অসুবিধা হওয়ার কথা নয়। যেমন- বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ভূষিমাল দোকান, স্টেশনারী দোকান, হার্ডওয়ার দোকান, মাটির হাঁড়ি দোকান খোলা রাখা। শনিবার, রবিবার, সোমবার কাপড় দোকান, কাঁসা-পিতলের দোকান, জুতো দোকান, সোনা দোকান, দশকর্মা ভাণ্ডার খোলা রাখলে বাজারের মধ্যে ভিড় সহজেই এড়ানো যাবে। এর ফলে ব্যবসায়ীদেরও যেমন বিক্রি-বাটা বন্ধ হবে না তেমনি সাধারণ মানুষজনও তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন। এই মুহূর্তে যে সব জায়গা গুলিতে কন্টেনমেন্ট জোনের জন্য বাঁশ দিয়ে এন্ট্রি পয়েন্ট গুলি ঘেরা রয়েছে সেই জায়গা গুলিতে সিভিক মোতায়েন করে লকডাউনের সময় যেমন ভাবে পুলিশ মানুষজনকে বাজারে ঢোকাচ্ছিলেন সেই ভাবে প্রতিটি এন্ট্রি পয়েন্টে ১৫ জন করে বাজারে ঢোকানোর ব্যবস্থা করলে ভিড় এড়ানো যাবে। মূলত সকল মানুষই ভিড় এড়িয়ে বাজার করতে পারবেন এবং সংক্রমন ঠেকানো যাবে।
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…