চিনকে চাপে রাখতে এবার দক্ষিণ-চিন সাগরে মহড়া দেবে ভারতীয় নৌবাহিনী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ চিন সাগরে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে চিনা বাহিনী৷ চিনা আগ্রাসন রুখতে এবার দক্ষিণ চিন সাগরে মহড়া চালাবে ভারতের নৌবাহিনী৷ এ কথা ঘোষণা করলেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেন জানা৷ গত সপ্তাহে একটি অনলাইন ফোরামে বক্তব্য রাখার সময় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রতিটি দেশের নৌ চলাচলের জন্যই উন্মুক্ত রয়েছে দক্ষিণ চিন সাগর৷ তাঁর কথায়, ‘‘আমরা কোনও দেশকে দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে যাতায়াতে বাধা দিই না৷ ব্রিটিশ, ফ্রান্সের মতো একাধিক দেশের নৌ চলাচল করে এই জলসীমার উপর দিয়ে৷ এবার থেকে দক্ষিণ চিন সাগরে ভারতের উপস্থিতিও লক্ষ করা যাবে৷’’ সেই সঙ্গে দক্ষিণ চিন সাগরে চিনা নৌবাহিনীর গতিবিধি উদ্বেগজনক বলেও উল্লেখ করেন লোরেন জানা৷ দক্ষিণ চিন সাগরের ৯০ শতাংশ অংশ নিজেদের বলে দাবি করে চিন৷ এই এলাকায় অ্যান্টি এয়ার ক্রাফ্ট ক্যারিয়ার ডিএফ ২১ডি ও ডিএফ-২৬এর বিস্তৃতী পরীক্ষা করেও দেখছে তারা। অন্যদিকে, চিনের বিরুদ্ধে নয়া ফ্রন্ট খুলে দক্ষিণ চিন সাগরে দু’টি রণতরী পাঠাচ্ছে আমেরিকা। সেখানে সামরিক মহড়া করবে আণবিক শক্তি চালিত যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ ও ইউএসএস রোনাল্ড রিগান৷
চিন এসসিএল এলাকায় ক্রমাগত অগ্রসর হচ্ছে৷ ফিলিপাইনের সঙ্গে তাদের সম্পর্কও তলানিতে ঠেকেছে৷ গত শুক্রবার দক্ষিণ চিন সাগরে চিনা নৌবাহিনীর মহড়ার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ফিলিপাইন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রপতির টেলিফোনে কথোপকথনের পরই দক্ষিণ চিন সাগর অঞ্চলে ফিলিপাইনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি৷ এর পরই দক্ষিণ চিন সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়ার কথা ঘোষণা করেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেন জানা৷ গত বছর ভারত, আমেরিকা, ফিলিপাইন এবং জাপানের নৌবাহিনী দক্ষিণ চিন সাগরে যৌথভাবে শক্তি প্রদর্শন করেছিল৷ ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো ডুটারের সঙ্গে নরেন্দ্র মোদির সাম্প্রতিক কথোপকথন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ এটি এলএসি এবং দক্ষিণ চিন সাগর অঞ্চলে চিনের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দিল্লি ও ম্যানিলার মধ্যে বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্বের সম্ভাবনা উন্মুক্ত করে দিয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago