আনলকে খুশির খবর! বেতন বাড়ছে বাংলার রাজ্য কর্মচারীদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আনলকে খুশির খবর! বেতন বাড়ছে বাংলার রাজ্য কর্মচারীদের। বছরের শুরুতেই চালু হয়েছে ষষ্ঠ বেতন কমিশন৷ বদলে গিয়েছে রোপা বিধিও৷ বেতন কমিশন কার্যকর হওয়ার ছ’মাস পর আরও এক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতনের ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্টে’র হতে চলেছে৷ করোনা,আম্পান দুর্যোগের মধ্যেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে সুখবর৷বেতন কমিশনের সুপারিশ ও রোপা ৩০৯ ধারা অনুযায়ী সরকারি কর্মচারীদের বছরে মূল বেতনের ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্টে’র সুবিধা আগেই ঘোষণা করা হয়। সাধারণত জুলাইয়ে কর্মচারীদের ‘ইনক্রিমেন্ট’ দেওয়া হয়৷ এবারও তার ব্যতিক্রম হল না।
ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ার পর এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৭ হাজার টাকা৷ ৩ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’ বাবদ ৫০০ টাকার বেশি বেতন পাবেন তাঁরা৷ নয়া এই ‘ইনক্রিমেন্টে’ ব্যবস্থায় উপকৃত হবেন রাজ্যের পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা ও সরকারি আর্থিক অনুদানে চলা শিক্ষাপ্রাতিষ্ঠানের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷
রোপা বিধি অনুযায়ী মূল মাইন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুক্ত হবে কয়েকটি ভাতা৷ এই মুহূর্তে সরকারি কর্মচারীরা কোনও মহার্ঘ ভাতা পাচ্ছেন না৷ মামলা চলছে আদালতে৷ ফলে, ‘ইনক্রিমেন্ট’ হলেও ডিএ বৃদ্ধির কোনও প্রশ্ন আসছে না৷ মূল বেতনের উপর ১২% হারে বাড়ি ভাড়া ভাতা পাওয়া যাবে৷ বার্ষিক বেতন বৃদ্ধির জেরে এই খাতে প্রাপ্য টাকার পরিমাণ বাড়বে৷ ইতিমধ্যেও কর্মচারীদের বোনাস ও আগাম বেতন নেওয়ার সুবিধা ঘোষণা করেছে অর্থ দফতর৷
চলতি বছরের পয়লা জানুযারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে রাজ্য অর্থ দফতর৷ বেতন কমিশন চালুর হওয়ার পর ‘রোপা ২০১৯’ প্রকাশ করা হয়৷ সেখানে প্রতিবছর জুলাইয়ে বার্ষিক বেতন বৃদ্ধির কথা উল্লখ ছিল৷ সেই নিয়ম অনুযায়ী ‘ইনক্রিমেন্টে’র হচ্ছে৷ তবে, এবিষয়ে অর্থ দফতর নতুন করে কোনও নির্দেশ জারি হয়নি৷ করোনা আহবে বেতন বৃদ্ধি না হলে বিজ্ঞপ্তি চলে আসত বলেও মনে করছেন কর্মচারী মহলের একাংশ৷ মাসের ৭ দিন হতে চললেও কোনও নির্দেশিকা না আসায় গোটা প্রক্রিয়াটি বহাল থাকছে বলে আশা করছেন কর্মচারী মহলের একাংশ৷ তবে, নতুন কোনও ঘোষণা না হওয়ায় মাস শেষে বেতেনে সেই সুখবর আদৌ বাস্তবায়িত হয় কি না, সেদিকে নজর থাকছে কর্মচারী মহলে৷

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago