অফিসারের তৎপরতায় অবসরের ২২ বছর পিএফের টাকা হাতে পেলেন শ্রম দপ্তরের অবসরপ্রাপ্ত ডেপুটি লেবার কমিশনার বিশ্বনাথ মুর্মু। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকায়। ১৯৯৭ সালে ৩০ সেপ্টেম্বর অবসর নিয়েছিলেন শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনার(খড়গপুর) পদ থেকে। সেই সময় তাঁর পিএফের ৯০ শতাংশ টাকা পেলেও বাকি থেকে গিয়েছিল ১০ শতাংশ টাকা। আর সেই টাকা ফিরে পেতে হন্য হয়ে ঘুরেছেন ২২ বছর ধরে। বিভিন্ন জায়গায় চিঠিপত্র করেও কোন সুরাহা হয়নি।
কিন্তু ২২ বছর আগের কাগজ খুঁজতে গিয়ে সমস্যায় পড়েন শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনার(খড়গপুর) বিতান দে। তিনি বলেন,‘প্রথমে আমি খড়গপুর ট্রেজারি অফিসারের সঙ্গে যোগাযোগ করে খবর নিই বিশ্বনাথ মুর্মু নামে কোন পেনশেন হোল্ডার রয়েছে কিনা? সেখানে এই নামে কোন পেনশেন হোল্ডার নেই। তারপর ঝাড়গ্রাম ট্রেজারি অফিসারের সঙ্গে যোগাযোগ করে খবর নিয়ে জানতে পারি ওই একই নামে দু’জন পেনশন হোল্ডার রয়েছে। তারপর শ্রম দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিকের সন্ধান পাই। তাঁর বাড়িতে গিয়ে সমস্ত কাগজপত্র জোগাড় করে এজি বেঙ্গলে পাঠায়। এমনকি সেখানে গিয়ে অফিসারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। তারপর উনি টাকা হাতে পেয়েছেন সোমবার।’
২২ বছর পর পিএফের টাকা হাতে ফেরত দিতে আবেগ প্রবণ হয়ে পড়েছেন বর্তমান আধিকারিক বিতান দে।
বিতান দে বলেন,‘অবসরের পর ওই টাকায় মানুষের সম্বল হয়ে দাঁড়ায়। কিন্তু এতদিন পর টাকা ফেরত দেওয়া যাবে কিনা তা নিয়ে প্রথমে আমি চিন্তায় ছিলাম। কিন্তু হাল ছেড়ে দিইনি। অনেক খোঁজাখুজি করে ব্যক্তির বাড়ি পৌঁচ্ছে উনার হাতে টাকা তুলে দিতে পেরে ব্যক্তিগত ভাবে আমি খুবই আনন্দিত। কারন নিত্যদিনের অফিস কাজের বাইরে গিয়ে একাজটি একেবারে অন্য ধরনের। আর সবচেয়ে বড় কথা আমি আজ যে পদে কর্মরত। একদিন উনিই এই পদেই কর্মরত ছিলেন।’
অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…
দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…
করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…
আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…
জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…