পূর্ব রেলের অনুসন্ধান বিভাগের দায়িত্ব এবার বেসরকারি সংস্থার হাতে, জারি বিজ্ঞপ্তি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- সংবাদমাধ্যমে রেলমন্ত্রী সাফ ঘোষণা করেছিলেন, রেলকে বেসরকারিকরণ করার কোনও পরিকল্পনা নেই৷ কিন্তু বিনিয়োগ প্রয়োজন৷ সেই কারণে লগ্নি টানা হবে৷ সংবাদমাধ্যমে রেলমন্ত্রীর এই মন্তব্য ছড়িয়ে পড়ার দিন দুয়েকের মধ্যেই এবার বেসরকারিকরণের পথে একধাপ এগল পূর্ব রেল৷

সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে পূর্ব রেলের তরফে চাওয়া হয়েছে দরপত্র৷ অনুসন্ধান বিভাগকে বেসরকারিকরণের জন্য পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি৷ ডাকা হয়েছে দরপত্র৷ আসানসোল ডিভিশনে স্টেশনের ৯টি স্টেশনের জন্য দরপত্র চাওয়া হয়েছে৷ আগামী দিন কয়েকের মধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর৷ সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ‘‘আসানসোল ডিভিশনে ৯টি স্টেশনের ইনকোয়ারি অফিস পরিচালনার জন্য চুক্তি করতে টেন্ডার আহ্বান করছে৷ পূর্ব রেলওয়ে স্টেশনের মুখোমুখি তথ্য প্রদান ভিডিও ভিত্তিক জবাব, স্টেশনে ঘোষণার কাজ টিআইবি ও সিআইবি দ্বারা প্রেরিত তথ্যাদি সম্প্রসারণ এবং তথ্য পরিবেশন করার জন্য বিভিন্ন ডিজিটাল মিডিয়া পরিচালনার কাজে এক বছরের জন্য করতে ইচ্ছুক৷ যোগ্যদের আহ্বান করা হচ্ছে৷’’ সিনিয়ার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আসানসোল কর্তৃক দেওয়া এই বিজ্ঞপ্তিতে এই কথা উল্লেখ করা হয়েছে৷

এর আগে রেলের বেসরকারিকরণের জল্পনায় জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ সর্বভারতীয় সংবাদম্যামকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রেলের বেসরকারিকরণের কোনও সম্ভবনা আপাতত নেই৷ ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেই থাকবে৷ ভবিষ্যতেও থাকবে৷ তবে রেল বাঁচাতে বিনিয়োগ প্রয়োজন৷ স্টকহোলমে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘যদি বিষয়টি হয় রেলের বেসরকারিকরণের নীতি, ভারতী রেল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা হিসেবে থাকবে৷ ভারতীয় রেলে কখনও বেসরকারিকরণ করা হবে না৷ কারণ ভারতীয় রেল দেশের বৃহত্তম পরিবহন সংস্থা হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে৷ কিন্তু আমি বিশ্বাস করি, ভারতীয় রেলে বিপুল পরিমাণ প্রয়োজন রয়েছে৷ আমরা একাধিক প্রজেক্ট হাতে নিয়েছি৷ সেই সমস্ত প্রজেক্ট বাস্তবায়িত করতে আমাদের প্রচুর পরিমাণ বিনিয়োগ ও টাকার প্রয়োজন৷ আর সেই কারনে আমরা পাবলিক প্রাইভেট ফান্ডের জন্য চিন্তাভাবনা শুরু করেছি৷’’

ইতিমধ্যেই ভারতীয় রেলে বেসরকারিকরণের বিষয়টি নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ ভারতীয় রেল দু’জোড়া ট্রেন আইআরসিটিসি’র হাতে ছেড়ে দিয়েছে৷ এছাড়া ১৫০টির বেশি স্টেশন বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব ন্যস্ত করেছে রেলমন্ত্রক৷ এই নিয়ে গোটা দেশজুড়ে ছড়িয়ে বিতর্ক৷ এবার সেই বিতর্কে জল ঢেলে রেলমন্ত্রী জানিয়ে দিলেন, আপাতত বেসরকারিকরণ হচ্ছে না ভারতীয় রেলের৷ কিন্তু, ভারতীয় রেলকে বাঁচাতে টাকার প্রয়োজন৷ আর সেই কারণে বেসরকারি লগ্নির খোঁজ শুরু করেছে রেল৷

সৌজন্যে :- Aaj Bikel

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago