বেলিয়াবেড়া ব্লকের মালিঞ্চা গ্রামের দীর্ঘ ২০বছরের সর্বজনীন পুজোয় এই প্রথমবার থিমের ছোঁয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় দূর্গা পুজো হচ্ছে অভিনব থিমের ভাবনায়। সেই মতো বেলিয়াবেড়া ব্লকের বিভিন্ন গ্রামের পুজো গুলির মধ্যে নিজেকে এলাদা ভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছে ‘মালিঞ্চা সর্বজনীন দুর্গোৎসব কমিটি’ ও ‘মালিঞ্চা নবদিগন্ত সংঘ’। এই সর্বজনীন পুজোয় এই প্রথমবার থিমের ছোঁয়া। আগের ১৯ বছর এমনি সাবেকি প্যান্ডেলেই পুজো হতো। রবারে ২০তম বর্ষে পা দিল এই পুজো। পুজোর বাজেট ৩লক্ষ টাকা। গ্রামবাসী ও এলাকার ক্লাব মালিঞ্চা নব দিগন্ত সংঘের উদ্যোগে এবং সহযোগিতা তেই এই পুজো হয়। এবারের পুজোয় থিম ‘ছন্দে তালে পেখম তুলে’। থিম শিল্পী প্রবীর পৈড়া জানান, ৪৫লম্বা-৩২ফুট চওড়া প্যান্ডেলের মধ্যে দেখার মতো থাকবে একটি ২৫ফুটের বড়ো ময়ূর। থাকবে প্রায় ৭ফুটের একটি পুকুরও। পুকুরের সাইডে থাকবে আরও অনেক গুলি ছোটো ছোটো ময়ূর। ময়ূর গুলিকে সজাতে ব্যাবহার করা হবে প্লাস্টিক ও কাপড়ের ফুল। এবং কাপড়, প্লাস্টিক দিয়ে সেজে উঠবে মন্ডপ। আলোকসজ্জাও থাকবে চোখে পড়ার মতো। ৩দিন ধরে অনুষ্ঠানও চলবে। প্যান্ডেলের চারিদিকে ফ্ল্যাক্স ও ব্যানারের মধ্য দিয়ে ‘সেভ ড্রাইভ সেফ লাইভ’, ‘জল ধরো জল ভরো’, ‘কন্যাশ্রী’ বিভিন্ন সরকারি প্রকল্পগুলির প্রচার। পুজো কমিটির সভাপতি, সম্পাদক মালিকলাল সাঁতরা ও অবনী বাগ বলেন, বেলিয়াবেড়া ব্লকের বিভিন্ন জায়গায় পুজো হয় কিন্তু এই এলাকাতে একটি মাত্র পুজো হয় আমাদের গ্রামে। তাই এবছর একটু অন্যরকম ভাবে থিম ফুটিয়ে তোলার চেষ্টা করছি। হাতিপাতা, আকনা, পিঠাপুরা, মালিঞ্চা, বনগড়া বিভিন্ন এলাকার লোক এখানে পুজো দেখতে আসেন। আশা করছি আমরা সেই সব গ্রামবাসীদের মনে একটি জায়গা করে নিতে পারবো থিমের মধ্য দিয়ে। আমাদের এই থিম পুজোয় সম্পুর্ন ভাবে সহায়তা করছে আমাদের গ্রামেরই ক্লাব ‘মালিঞ্চা নবদিগন্ত সংঘ’।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago