নারদকাণ্ডে গ্রেপ্তার IPS মির্জা, প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- নারদকাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের৷ নারদকাণ্ডে গ্রেপ্তর হলেন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা৷ আজ তাঁকে জেরার জন্য ডাকা হয়৷ পরে তাঁকে সিবিআইয়ের আধিকারিকরা মির্জাকে গ্রেপ্তারে৷ ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে৷ বাকশাল আদালত পেশ করে পাঁচ দিনের হেফাজতে চলেছে সিবিআই৷

সিবিআই সূত্রে খবর, আজ নারদকাণ্ডে আইপিএস মির্জাকে বারবার একই প্রশ্ন করা হয়৷ নারদ ফুটেছে তাঁকে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল৷ কোনও একজনকে ফেনে ‘এক কোটি টাকা পাওয়া গিয়েছে’ বলে তিনি উল্লেখ করেছিলেন৷ সিবিআই তাঁকে জানতে চান, তিনি কোথা থেকে ওই এক কোটি টাকা পেয়েছিলেন? কাকে সেটা পাঠিয়েছেন? যদিও সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি তিনি৷ এর আগেও মির্জাকে টানা ন’বার জিজ্ঞাসাবাদ করে সিবিআইকে খুশি করতে পারেননি তিনি৷ আর সেই পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর৷

এর আগে ‘গুরু’ মুকুল রায়কে জেরার পর আইপিএস অফিসার মির্জাকে সাসপেন্ড করে নবান্ন৷ মির্জাকে বর্ধমানের পুলিশ সুপার পদে থাকাকালীন নারদ কাণ্ডে মুকুলের হয়ে টাকা নেন৷ তিনি মির্জাকে মুকুল রায়কে গুরু বলতেও শোনা যায়৷ যদিও পরে যদিও মুকুল রায় টাকা নেওয়ার কথা অস্বীকার করেন৷ নারদ ফুটেজে মির্জাকে টাকা নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতি বিতর্ক তৈরি হয়৷ অভিযোগ, মির্জা ব্যারাকপুর পুলিশে যখন কমান্ড্যান্ট ছিলেন সেই সময় তাঁর অত্যাচারে এক পুলিশকর্মী আত্মহত্যা করেন৷ পুলিশকর্মী পরিবারের অভিযোগ সরাসরি ছিল মির্জার বিরুদ্ধে৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়৷

অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে ওঠাবসা ছিল মির্জার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর থেকে ১৫ আগস্ট তাঁকে বিশেষ পদক দেওয়া হয়৷ প্রথম বছর মির্জার বুকে মেডেল৷ ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণের সময় পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগে তাঁকে সরিয়ে দেয়া হয়৷ এরপর লোকসভা নির্বাচনের সময় রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ নারদ ফুটেজে অন্যতম ভূমিকা ছিলেন তিনি৷ তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের নাম করে নারদার থেকে ৫ লক্ষ টাকা নিতে দেখা যায় মির্জাকে৷ বিনিময় তৎকালীন পুলিশ সুপার বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার কথাও জানান৷ এই নিয়ে শুরু হয় তদন্ত৷ এবার সিবিআইয়ের তদন্ত শুরু হওয়ার পরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago