ডেবরাতে অ্যাম্বুলেন্স ও লরির ধাক্কায় মৃত ২

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যে একের পর এক ভয়ংকর পথ দুর্ঘটনা ঘটে চললেও হুশ ফেরেনি প্রশাসনের। এবারে ভয়ানক এক পথ দুর্ঘটনার শিকার হল একটি অ্যাম্বুলেন্স। এদিন ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে।

এই দুর্ঘটনার কবলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছে একজন। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে উলটোদিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা দুজনের। অপরদিকে অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। ঘটনাস্থলে মৃত দুজনের নাম সমীর পাত্র বাড়ি মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায়, ও অপরজন সৌমিত্র রায়ের বাড়ি আনন্দপুর থানা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতার থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি। রাত জেগে গাড়ি চালানোই ঘুম এসে গিয়েছিল চালকের৷ তাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডেবরার ৬ নং জাতীয় সড়কের চন্ডাবুড়ি মন্দির সংলগ্ন এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির সামনে ধাক্কা মারে।

লরি নিয়ে চালক তৎক্ষণাৎ পালিয়ে যায়৷ অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ডেবরা থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমনটাই জানিয়েছে জাতীয় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ। ডেবরা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago