শিক্ষা, চাকরি সহ সর্বক্ষেত্রে কি সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে আরএসএস! মোহন ভাগবতের মন্তব্য জল্পনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-শিক্ষা ও চাকরিক্ষেত্রে কি সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)? আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া গেল। দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার মোহন ভাগবত বলেন, অনেকেই সংরক্ষণের পক্ষে সওয়াল করেন, আবার অনেকেই মনে করেন সংরক্ষণ তুলে দেওয়া উচিত। সংরক্ষণের পক্ষ ও বিপক্ষ, উভয়েরই মতামত জরুরি বলে মন্তব্য করেন আরএসএস প্রধান। তাঁর মতে, সংরক্ষণের যাঁরা পক্ষে এবং যাঁরা বিপক্ষে, উভয়কে নিয়ে আলোচনা প্রয়োজন। আরএসএস প্রধানের এমন মন্তব্যের পরেই শোরগোল শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।
বিরোধীদের অভিযোগ, সঙ্ঘ এবং বিজেপি যে আসলে দলিত, তফশিলি ও অনগ্রসর জাতিদের সংরক্ষণ প্রক্রিয়ার বিরোধী, এটাই প্রমাণিত হল আরএসএস প্রধানের মন্তব্যে। অন্যদিকে, মোহন ভাগবতের এই মন্তব্যের নিন্দা করেছে মোদি সরকারের এনডিএ জোটের শরিকরাও। মহারাষ্ট্রের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া জানিয়েছে, সংরক্ষণ বন্ধ করে দেওয়ার কোনও প্রয়াস তারা মানবে না। জনতা দল ইউনাইটেডও উষ্মা প্রকাশ প্রকাশ করেছে আরএসএস প্রধানের এই মন্তব্যে। সামনেই মহারাষ্ট্র ও বিহারের বিধানসভা নির্বাচন। এর মধ্যে সংরক্ষণ বিরোধী তকমা জুটলে মহারাষ্ট্র ও বিহারে যে ঘোর সমস্যায় পড়বেন তাঁরা, তা ভালভাবেই জানেন নীতিশ কুমার।
বিজেপির জোট শরিকদের অস্বস্তি ঠেকাতে সোমবার ড্যামেজ কন্ট্রোলে নামে আরএসএস। আরএসএসের মুখপাত্র অরুণ কুমার সুর বেশ কয়েকটি ট্যুইট করেন এই প্রসঙ্গে। পাশাপাশি একটি বিবৃতিও দেওয়া হয়েছে। বলা হয়েছে, মোহন ভাগবতের এই বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, আরএসএস একেবারেই সংরক্ষণের বিরুদ্ধে নয়। বরং তফশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের সংরক্ষণ দেওয়ার পূর্ণ সমর্থক তারা। মোহন ভাগবত আসলে বোঝাতে চেয়েছিলেন, যে কোনও বিষয় দু’পক্ষের সুষ্ঠু আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়, বক্তব্য আরএসএসের।

সৌজন্যে :- The Bengal story

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 month ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 month ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 month ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

3 months ago