১২ হাজার কর্মী নিয়োগ করছে স্বাস্থ্যদপ্তর, ৮১৫৯ জন নার্স,ফুড ইন্সপেক্টর,৮১৯ ফেসিলিটি ম্যানেজার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ২০১৮ সালের মতো এ বছরও স্বাস্থ্য দপ্তরে ব্যাপক সংখ্যায় কর্মী নিয়োগ অব্যাহত। এবার প্রায় ১২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুবিএইচআরবি)। তার মধ্যে প্রায় ৮ হাজার ২০০ জনই নার্স (৮১৫৯)। নিয়োগ করা হচ্ছে ফেসিলিটি ম্যানেজার, যাঁদের কয়েক দশক ধরে বলা হয়ে আসছিল ওয়ার্ডমাস্টার। এইচআরবি সবশুদ্ধ ৮১৯ জন ফেসিলিটি ম্যানেজার নিয়োগ করছে। এছাড়া ফার্মাসিস্ট, ফার্মাসি কলেজের অধ্যক্ষ, ডিস্ট্রিক্ট ফুড সেফটি ইন্সপেক্টিং অফিসার, মেডিক্যাল টেকনোলজিস্ট, লাইব্রেরিয়ান ইত্যাদি পদেও বেশ কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। এছাড়াও হতোদ্যম না হয়ে রুটিন ভিত্তিতে মাসে মাসে ডাক্তার নিয়োগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এইচআরবি। বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি নার্স সহ কয়েকটি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সংস্থাটি।
এইচআরবি এবং স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এই ৮১৫৯ জন নার্স (জিএনএম, বেসিক বিএসসি নার্স এবং পোস্ট বেসিক বিএসসি নার্স) নেওয়া হলে, সাম্প্রতিককালের মধ্যে স্বাস্থ্য দপ্তরের প্রথম কোনও বড় কর্মীসংখ্যার ক্যাডারে অনুমোদিত পদের পুরোটাই পূরণ করে দিতে পারবে ওই দপ্তর। অবসর, কাজ ছেড়ে দেওয়া, মৃত্যুর ঘটনা বাদ দিলে যা কর্মী দরকার, ঠিক তত সংখ্য‌ক নার্সই থাকবে সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে। দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, এই মুহূর্তে গোটা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে বিভিন্ন ধরনের নার্সের অনুমোদিত পদের সংখ্যা হল ৫২,৪৫০ জন। এবার ৮১২৯ জন নার্স নিয়োগ হলে, নিযুক্ত নার্সের সংখ্যাও বেড়ে গিয়ে হবে ঠিক ৫২৪৫০-ই। উল্লেখযোগ্য বিষয় হল, এবার এই বিপুল সংখ্যক নার্সের মধ্যে ২০৪ জন পুরুষ নার্সও নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি হাসপাতালে। আরও একটি বলার মতো ঘটনা হল, মুখ্যমন্ত্রী চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে যেমন বারবার বলছেন, ভিন রাজ্যের ডাক্তারবাবুদেরও এ রা঩জ্যের সরকারি চাকরিতে স্বাগত, নার্সিং ক্যাডারের নিয়োগে তা ইতিমধ্যেই বাস্তবায়িত হতে শুরু করেছে। কেরল, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকে বেশ কিছু নার্সিং কর্মী ইতিমধ্যেই আগের নিয়োগগুলির মাধ্যমে রাজ্যে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন।
সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলি যে ক্যাডারের কর্মী ছাড়া এক সময় চালানোই প্রায় অসম্ভব ছিল, সেটি হল ওয়ার্ডমাস্টার। পদটি বর্তমানে বিলুপ্ত। পদাধিকারীদের নতুন নাম ফেসিলিটি ম্যানেজার। ওয়াকিবহাল মহলের মতে, পদের নাম যাই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়েও ওয়ার্ডমাস্টারদের কাজ অন্য কোনও জব চার্টের ক্যাডাররা যে করতে পারবেন না, দপ্তর সেই সারসত্যটা বুঝেছে। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ৮১৯ জন (ফেসিলিটি ম্যানেজার) নিয়োগের সিদ্ধান্ত নিয়ে।
মঙ্গলবার এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান ডাঃ তাপস মণ্ডল বলেন, আগে কী হয়েছে বলতে পারব না, তবে আমি দায়িত্বভার নেওয়ার পর থেকে কর্মী নিয়োগকারী সংস্থার স্বচ্ছতা নিয়ে যাতে কেউ কোনও প্রশ্ন তুলতে না পারে, প্রতিটি নিয়োগের সময় মুখ্যমন্ত্রীর আমাদের প্রতি ভরসা যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য সর্বতোভাবে চেষ্টা করব। আগামী কয়েক মাসের মধ্যে সবশুদ্ধ প্রায় ১২ হাজার নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago