১০ টা নয়,বদলে যাচ্ছে ব্যাঙ্ক খোলার সময়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক বড় বদলের সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার বদলে যাবে ব্যাংকের কাজের সময়।

বর্তমানে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সকাল ১০টায় খোলে। ফলে অনেক ক্ষেত্রেই ব্যাংকের কাজ করতে গিয়ে অফিসযাত্রীদের দেরি হয়ে যায়। এ বার সেই ভোগান্তি শেষ হচ্ছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুলে যাবে সকাল ৯টায়। গত জুন মাসে একটি বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক আরও তাড়াতাড়ি খুলতে হবে। সেপ্টেম্বর মাস থেকেই নতুন নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে।

ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন বৈঠকে তিনটি বিকল্প প্রস্তাব দেয়। প্রথমত, সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, দ্বিতীয়, সকাল ১০টা থেকে বিকেল ৪টে ও তৃতীয়, সকাল ১১টা থেকে বিকেল ৫টা। আলোচনার পর স্থির হয়, সকাল ৯টা থেকেই খোলা হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক।

এই নিয়ম সব সরকারি ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে।এদিকে, চলতি মাসেই পর পর ছুটি ব্যাংকে৷ ব্যাংককর্মীদের জন্য খুশির খবর হলেও, আমজনতার কাছে একটু চাপের বলাই যায়৷ অগস্টে বেশ অনেকগুলি ছুটিই রয়েছে।

১০ অগস্ট দ্বিতীয় শনিবার হিসেবে ছুটি ছিল। নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে ছুটি থাকে দেশের সমস্ত ব্যাংক। এরপরের দিন অর্থাৎ ১১ অগস্ট ছিল রবিবার। স্বভাবতই ছুটির দিন। কিন্তু এরপর ফের একটা ছুটি। রয়েছে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের বকরিদ। অর্থাৎ সপ্তাহের প্রথমদিন সোমবার ছুটি। এরপর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস। বৃহস্পতিবারও জাতীয় ছুটি।

এরপর ১৭ অগস্ট- পারসি নিউ ইয়ার, ১৮ অগস্ট- রবিবার, ২৪ অগস্ট- চতুর্থ শনিবার, জন্মাষ্টমী, ২৫ অগস্ট- রবিবার। মাঝে কয়েকটা দিন ছুটি ম্যানেজ করে ফেললেই কার্যত মাসে যে কোনও একটা ছুটিতে লম্বা কোনও প্ল্যান বানিয়ে ফেলতে পারেন। বিশেষ করে তো ব্যাংক কিংবা সরকারি কর্মীরা তো বটেই।

কিন্তু এই ছুটির ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। কারণ বন্ধ থাকবে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতর। ফলে হঠাত কোনও কিছুর দরকার হলে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করেন এটিএমগুলিতে টাকা পাওয়া নিয়ে একটা অনিশ্চিয়তা রয়েছেই।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago