ঝাড়গ্রাম শহরে ইলেকশন পার্কের উদ্বোধন করলেন জেলা নির্বাচন আধিকারিক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া ‘পার্ক’ কথাটা শুনলে অবাস্তব মনে হলেও বাস্তব রূপ পেল ঝাড়গ্রাম শহরে। জেলা নির্বাচন আধিকারিক তথা ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ পার্কটির নাম দিয়েছেন ‘ইলেকশন পার্ক’। সোমবার বিকালে পার্কটির উদ্বোধন করেন আয়েষা রানি এ। মূলত জেলায় ভোটারদের সচেতনতা বাড়াতে ও ভোটদানে উৎসাহ বাড়াতে এ ধরনের অভিনব উদ্যোগ নিয়েছে জেলা নির্বাচন দপ্তর।

জেলা নিবার্চন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের জেলাশাসকের অফিসের উল্টোদিকে বৈকালিক পাকর্টিকে ‘ইলেকশন পার্ক’ তৈরি করা হয়েছে। মডেল বুথের চেহারা কেমন হয় তা ফুটে উঠছে এই পার্কে। ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। হুইল চেয়ারে বসে অপেক্ষা করছেন বিশেষ চাহিদাসম্পন্ন ভোটার। বুথের ভিতরে প্রিসাইডিং অফিসার, তিনজন পোলিং অফিসার, ভোটদান কক্ষে ইভিএম, ভিভিপ্যাট সব আছে। ভোটগ্রহণ কেন্দ্রের পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক পলকে দেখলে সত্যি মনে হলেও কাছে গেলে ভাঙবে ভুল মানুষের। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, জওয়ান প্রত্যেকেই এক একটি কাট আউট। হুবহু যেন আসল। নতুন ভোটার এবং সাধারণ ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে নানা ভাবে প্রচার চালাচ্ছে নির্বাচন কমিশন। তাই ইলেকশন পার্কে বিষয়গুলি তুলে ধরার জন্য ফাইবার বোর্ড কেটে তৈরি করা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্র, ভোটার, জওয়ান, ভোটকর্মীদের অবয়ব। এছাড়াও পার্কে ভিতরে ভোটারদের জন্য থাকছে ‘মেইজ গেম’। ওই পার্কের ভিতরে ‘ওপেন স্টেজ’ থাকছে। সেখানে প্রতিদিন বিকোল সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তবে পার্কের মধ্যে আরও থাকছে ইলেকশন মিউজিয়াম। এমনকি ওয়ার্ল্ড ডেমোক্রেসিতে ভোটারদের অঙ্গীকার করারও ব্যবস্থা থাকছে। ঝাড়গ্রামের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আয়েষা রানি এ বলেন, ভোটারদের ভোটদানে আগ্রহী করে তুলতে এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে ইলেকশন পার্ক চালু করা প্রতিদিন সকাল থেকে এই পার্ক খোলা থাকবে। প্রতিদিন বিকালে সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

3 months ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

3 months ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

3 months ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

4 months ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

5 months ago